সম্মেলনের ২ বছর পর কমিটি পেল সিলেট জেলা-মহানগর যুবদল

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সম্মেলনের ২ বছর পর কমিটি পেল সিলেট জেলা-মহানগর যুবদল

নিজস্ব প্রতিবেদক :
সম্মেলনের দুই বছর পর সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ২৯১ সদস্য বিশিষ্ট ও ৩০১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি অনুমোদন করেছেন।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

কমিটিতে সিলেট জেলা যুবদলের সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ। মহানগর যুবদলের সভাপতি হয়েছেন শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক হয়েছেন মির্জা মো. সম্রাট হোসেন।

 

উল্লেখ্য, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর জেলা ও ১১ সেপ্টেম্বর মহানগর জাতীয়তাবাদী যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি–সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com