সময় মতো সুসংবাদ পাবেন : ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৬

সময় মতো সুসংবাদ পাবেন : ওবায়দুল কাদের

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাইরে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সক্রিয় আছে। এ ব্যাপারে সময় মতো সুসংবাদ পাবেন বলে জানান তিনি।

বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, যারা সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের তো বিচারকার্য শুধু সম্পন্নই হয় নাই, তাদের এক্সিকিউটও (দণ্ড কার্যকর) করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। আমার কাছে মনে হয়, আপনারা সময় মতো এ ব্যাপারে সুসংবাদ পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে মিরপুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com