সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫
সুরমা মেইলঃ মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর অর্থমন্ত্রী আবুল মাল মুহিত একথা বলেন।
বলেছেন, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা বকেয়াসহ নতুন বেতন স্কেলের বেতন পাবেন আগামী ১ জানুয়ারি।
অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের যে বেতন হবে, সেটা নতুন কাঠামো অনুযায়ী হবে। তবে ওই বেতনের সঙ্গে এরিয়ার যাবে কিনা- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টস অফিসারদের উপর নির্ভর করছে, যারা সবগুলো বিল করতে পারবে, তারা পাবে।
তিনি বলেন, “সচিবালয়ে হয়তো কিছুটা সমস্যা হবে। কারণ সংখ্যাটা অনেক বড়। তবে পাওনা তো হয়েই থাকবে, সে পাবেই।“ দেরি হলে ভালো, জমা হয়ে থাকল”, যোগ করেন অর্থমন্ত্রী।
সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।
এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।
Design and developed by ওয়েব হোম বিডি