সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে সিলেট শহীদ মিনারে মানববন্ধন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে সিলেট শহীদ মিনারে মানববন্ধন

ManobBondon

সুরমা মেইল নিউজ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবীতে শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অর্থমন্ত্রীর বাসভবনে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম.সি. কলেজ,  মদন মোহন কলেজ ও বৃন্দাবন সরকারি কলেজ’র ছাত্রছাত্রীসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় সিলেট ছাড়া প্রায় ৫০টি জেলায় এ কর্মসূচি পালন করা হয়। এসব জেলার প্রেসক্লাব ও শহিদ মিনারের সামনে বিক্ষোভ করা হয়।

মানববন্ধনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য্য। এছাড়া অন্যান্যদের মধ্যে সংহতি প্রকাশ করেন শাবিপ্রবি’র বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার ও পিএসএস বিভাগের সহযোগী অধ্যাপক এমদাদুল হক।

বক্তারা অভিযোগ করেন, চাকরিতে বয়সসীমা না বাড়ানোর ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শিক্ষিত তরুণ তাদের শিক্ষা ও মেধা দেশের জন্য কাজে লাগাতে পারছে না। তাই যৌক্তিক কারণে চাকরিতে প্রবেশের বয়সমীসা বাড়াতে হবে।

সাধারণ ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃেন্দর মধ্যে বক্তব্য রাখেন সভাপতি মিজান খাঁন, সহ-সভাপতি কাউসার খসরু, সাধারণ সম্পাদক এস. এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নীলয় গোস্বামী, সাংগঠনিক সম্পাদক আজাদ তালুকদার। অন্যান্যদের মাধ্য বক্তব্য রাখেন ফারুক আহমেদ, উত্তম ভট্রাচার্য্য, রায়হান চৌধুরী শান্ত, মারজানা আক্তার, তাসলিমা আক্তার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com