সরকারি হলো সিলেটের আরেকটি কলেজ

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

সরকারি হলো সিলেটের আরেকটি কলেজ
de
সুরমা মেইল নিউজ : সরকারী করণের তালিকায় যুক্ত হলো সিলেটের আরেকটি কলেজ। এনিয়ে গত দুইবছরে সিলেটের মোট ৩টি কলেজকে জাতীয় করণের সম্মত্তি জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন থেকে সিলেট জেলার ঐতিহ্যবাহী কলেজগুলোকে জাতীয় করণের দাবি জানানো হলেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হচ্ছিল না। অবশেষে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের ঐকান্তিক প্রচেষ্ঠায় গত দুই বছরে সিলেট জেলার ৩টি কলেজকে জাতীয় করণের তালিকায় অর্ন্তভূক্ত করা হয়।

সর্বশেষ জাতীয়করণের (সরকারি) অনুমোদন লাভ করে শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ। বৃহস্পতিবার কলেজটি জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মতি জ্ঞাপন করেন। কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ হবে।

শিক্ষাক্ষেত্রে গোলাপগঞ্জ সিলেটের অন্যান্য উপজেলা থেকে এগিয়ে থাকলেও এতোদিন এই উপজেলায় কোন সরকারি উচ্চ বিদ্যালয় বা কলেজ ছিল না। ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ সরকারিকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এ উপজেলার নবযাত্রা শুরু হলো।

এর আগে গত বছরের আগস্টে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ও জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ মহিলা কলেজ সরকারীকরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com