সরকার দেশের স্বার্থ বিদেশীদের কাছে বিক্রি করেছে : গয়েশ্বর

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬

সরকার দেশের স্বার্থ বিদেশীদের কাছে বিক্রি করেছে : গয়েশ্বর
download (2)
সুরমা মেইল নিউজ : দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে পারবে না। কারণ তারা দেশের স্বার্থ বিদেশীদের কাছে বিক্রি করেছে। আর থাকতে চাইলে পরবর্তীতে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। একবার  ক্ষমতা চলে গেলে ক্ষমতায় আসার পথ চিরস্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।

বুধবার (২২ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় স্মরণ মঞ্চ আয়োজিত ‘ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডির ২৫৯-তম বার্ষিকী উপলক্ষে পলাশীর শিক্ষায় আমাদের করনীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সরকার ট্র্যানজিটের নামে ভারতকে করিডোর দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষের পেটে ভাত নেই। অথচ সরকার ভদ্রতা দেখায় ভারতের সাথে। ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই। তবে কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সাথে বন্ধুত্ব চাই না। ভারত তাদের দেশের নির্বাচনে গণতন্ত্রের কথা বলে। সেখানে পাঁচ মিশালী রাজনৈতিক দলও নির্বাচন করে। আর আমাদের দেশে তারা (ভারত) যদি বলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না তাহলে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই না।
তিনি বলেন, এই সরকার যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্রকে বন্দীশালায় আটক রাখা হয়। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করা তাদের পুরনো অভ্যাস। দেশের গণতন্ত্র আজ ভ্যানেটি ব্যাগের নিচে চলে।
দলের পদ পেয়ে দলের জন্য যারা কাজ করে না তারা মীর জাফরের বংশধর বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সর্বহারাদের যেমন কিছু হারানোর ভয় নেই, তেমনি আমাদেরও কোনো হারানোর ভয় নেই। তাই আসুন আমরা সব ধরনের ভেদাভেদ ভুলে  আগামী দিনের আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই।
আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, যুবদলের যুগ্ম-সম্পাদক আলী আকবার হাওলাদার চুন্নু, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com