সরকার বিএনপিকে কাউন্সিলের সুযোগ দিতে চায় না: নোমান

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

সরকার বিএনপিকে কাউন্সিলের সুযোগ দিতে চায় না: নোমান

2
সুরমা মেইল নিউজ : বিএনপির কাউন্সিল বানচালে সরকার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার বিএনপিকে কাউন্সিলের সুযোগ দিতে চায় না। তারা এখনো কাউন্সিল করার জন্য সুনির্দিষ্ট জায়গা দেয়নি। বাংলাদেশের যে কোনো জায়গায় ৪৮ ঘণ্টার নোটিশে আমরা কাউন্সিল করার ক্ষমতা রাখি। সরকার যতই ষড়যন্ত্র করুক তারা সফল হবে না।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা এই নির্বাচনে যেতে চাই। কিন্তু সরকার এখনো সে রকম পরিবশে সৃষ্টি করতে পারেনি। আর বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তাদের একচোখা নীতিতে আমরা সন্দীহান। এদেরকে বদলাতে হবে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না। আমরা বিশ্বাস করি বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। নির্বাচনের নামে দেশে একের পর এক প্রহসন চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com