সরকার ভয় পাচ্ছে : ড. মোশাররফ

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

সরকার ভয় পাচ্ছে : ড. মোশাররফ

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ভয় পাচ্ছে। তাই গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ৫ জানুয়ারি কর্মসূচি করতে দিচ্ছে না। কারণ সমাবেশ করতে দিলে তাদের অপকর্মগুলো আবারও জনসম্মুখে চলে আসবে।

শনিবার সকালে রাজধানীর শে‌রে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়।

তি‌নি বলেন, নতুন বছরে জনগ‌ণের প্রত্যাশা, ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে জনগণ। ৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দিলে সরকারের মুখোশ উন্মোচন হবে। এর জন্য দেশের মানুষই তাদের বিচার করবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com