সর্বক্ষেত্রে তারুন্যের জয়গান, কেনাকাটায়ও তার ব্যতিক্রম নেই-আল আজাদ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৫

সর্বক্ষেত্রে তারুন্যের জয়গান, কেনাকাটায়ও তার ব্যতিক্রম নেই-আল আজাদ

সুরমা মেইলঃ

কাকলী শপিং সেন্টারে রেপচার অনলাইন শপিং হাউজের উদ্বোধন
তারুন্যের পছন্দের কেনাকাটায় রেপচার অনন্য প্রতিষ্ঠান
… …আল-আজাদ

প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ বলেছেন সর্বক্ষেত্রে তারুন্যের জয়গান, কেনাকাটায়ও তার ব্যতিক্রম নেই। কেনাকাটায়ও রেপচার নিয়ে এসেছে তথ্য প্রযুক্তির ব্যবহার। সিলেট নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজরে অবস্থিত কাকলী শপিং সেন্টারের পোশাক বিপনী রেপচার তরুণদের পছন্দের পোশাক ন্যাজ্যমূল্যে বিক্রি করে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করবে বলে আমি বিশ্বাস করি। আল আজাদ শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারের ৩য় তলায় পোশাক বিপণী “রেপচারের” শো-রুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ সময়ের সিলেট ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, দৈনিক সোনালী কণ্ঠের ব্যুরো প্রধান ও অনলাইন পোর্টাল সুরমা মেইল সম্পাদক মোঃ হানিফ, মোহনা টিভি ও সিল টিভির ক্যামেরা পার্সন খসরু-উজ-জামান, সুরমা মেইলের আইটি বিভাগের প্রধান তারেক হোসাইন, গোল্ডেন বয়েজ ক্লাবের সভাপতি রেজওয়ান আহমদ রাহাত। এ সময় রেপচারের ব্যবস্থাপনা পরিচালক এম.জেড সায়েম বলেন এখন থেকে ঘরে বসেই ক্রেতারা রেপচারের সকল পন্য অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবেন। যার জন্য অতিরিক্ত কোন চার্জ গ্রহণ করা হবে না।

 

 

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com