সহপাঠীকে ধর্ষণ: শাবির ২ ছাত্রকে আজীবন বহিষ্কার

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৫

সহপাঠীকে ধর্ষণ: শাবির ২ ছাত্রকে আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


।আরও পড়ুন


এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী তার দুই সহপাঠীর দ্বারা ধর্ষণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হয়েছে। তাই একই বিভাগের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হল।

 

এ ছাড়া ধর্ষণের শিকার শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শারীরিক ও মানসিক চিকিৎসাসহ অন্যান্য সব শিক্ষার্থী যাতে ওই ঘটনাকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় তদন্ত কমিটি শৃঙ্খলা কমিটির কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। সকাল ১০টায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় ওই দুজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

এর আগে সোমবার ওই ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

 

এর আগে ২ মে নগরের একটি ছাত্রাবাসে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়; যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে বাদী মামলায় অভিযোগ করেছেন।

 

পরে ওই ছাত্রী ১৯ জুন রাতে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে রাতেই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com