সহিংসতায় জড়িত থাকলে বহিষ্কারের হুঁশিয়ারি সিলেট জেলা-মহানগর ছাত্রদলের

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৪

সহিংসতায় জড়িত থাকলে বহিষ্কারের হুঁশিয়ারি সিলেট জেলা-মহানগর ছাত্রদলের

সিলেট :
দেশের উদ্ভুত এই পরিস্থিতিতে দলীয় কোন নেতাকর্মীকে অপকর্ম, অরাজকতা ও সহিংসতার সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

 

শনিবার (১০ আগস্ট) নগরীর লামাবাজারে অভিজাত এক হোটেলে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

সভায় তারা বলেন, দেশের উদ্ভুত এই পরিস্থিতিতে কিছু সুযোগ-সন্ধানী কুচক্রি অনুপ্রবেশকারী ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রদলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এমতাবস্থায় ছাত্রদলের সাথে জড়িত কোন নেতাকর্মী যদি আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করেন তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি আজীবনের জন্য বহিস্কার করা হতে পারে বলেও জানান তারা। তারা আরও বলেন, ছাত্রদল কখনোই সহিংসতা, নৈরাজ্য ও প্রতিহিংসাকে সমর্থন করে না।

 

সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমদ জুবের ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com