সাঁড়াশি অভিযান : সিলেটে জামায়াত নেতাসহ ৫৬ জন গ্রেফতার

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

সাঁড়াশি অভিযান : সিলেটে জামায়াত নেতাসহ ৫৬ জন গ্রেফতার

images (1)সুরমা মেইল নিউজ : সিলেটে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতাসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতারকৃতদের মধ্যে কানাইঘাট পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম রয়েছেন। গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও জেলা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় সিলেট মহানগর পুলিশের কন্ট্রল রুম থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১৬ জনকে মহানগর উত্তর ও বাকি ৪ জন আসামিকে মহানগর দক্ষিণ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৭ জন, জালালাবাদ থানায় ৪ জন, এয়ারপোর্ট থানায় ৫জন, দক্ষিণ সুরমা থানায় ৩ এবং শাহপরান থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন- সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১ জন জামায়াত নেতা রয়েছেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com