সাংঘর্ষিক হলে সমাবেশ করতে দেওয়া হবে না: আছাদুজ্জামান মিয়া

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬

সাংঘর্ষিক হলে সমাবেশ করতে দেওয়া হবে না: আছাদুজ্জামান মিয়া

asad

সুরমা মেইল নিউজ: ৫ই জানুয়ারি রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি সাংঘর্ষিক হলে কোনো দলকেই সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির কমিশনার। তিনি বলেন, আমাদের কাছে দুই দলই আবেদন করেছে। এ বিষয়ে তারা যদি কথা বলতে চায়, আমরা বলব। তবে সাংঘর্ষিক কোনো কর্মসূচি দেখলে, আমরা কাউকেই সমাবেশ করতে দেব না। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ডিসি রমনার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তাঁর কাছ থেকে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৫ জানুয়ারি রাজধানীর একই জায়গায় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। গত বছরের মতো এবারও দল দুটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com