সাংবাদিক আলতাফ মাহমুদের ইন্তেকাল, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

সাংবাদিক আলতাফ মাহমুদের ইন্তেকাল, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক
altab

সাংবাদিক আলতাফ মাহমুদ

সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ আর নেই। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, “অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। গত রাতে হঠাৎ শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। আজ সকালে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।”

গত ১৪ জানুয়ারি দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ মাহমুদ ঘাড়ে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। স্পাইনাল কর্ডে সমস্যার কারণে তার দুই পা অবশ হওয়া ছাড়াও দুই হাতেও শক্তি পাচ্ছিলেন না।শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার শ্যালক আত্মীয় মাসুদ রেজা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com