সাংবাদিক আল-আজাদকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৫

সাংবাদিক আল-আজাদকে প্রাণনাশের হুমকি
42766
সুরমা মেইলঃ সিলেট প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো ইনচার্জ আল-আজাদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৬২৫২৯৩২০৭ নাম্বর থেকে সুব্রত বাইনের লোক পরিচয়ে আর্থিক সহযোগিতা করার জন্যে বলা হয়। এতে সাংবাদিক আল- আজাদ অপারগতা প্রকাশ করায় তাকেসহ তার পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক আল-আজাদ রবিবার রাতেই এসএমপির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং-৫৪৩, তারিখ ৮ নভেম্বর ২০১৫)।

এদিকে ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় ইমজার সভাপতি মঈনুল হক বুলবুল ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব তীব্র নিন্দা জ্ঞাপন  করেছেন। এক বিবৃতিতে তারা হুমকিদাতাকে অবিলম্বে খুঁজে বের করার দাবি জানান

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com