সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিলেটে গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উজ্জ্বল সিনহাকে তোলা হলে তাকে সাতদিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিনহাকে।
জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে ১৯ জুলাই সিলেটে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব। এ হত্যা মামলা তদন্তে ঘটনাস্থল পরিদর্শনের মধ্যদিয়ে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সিলেটের একটি টিম গত বুধবার (৯ নভেম্বর) বিকেলে সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় গুলি লেগে তুরাবের আহত হওয়ার জায়গাটি পরিদর্শন করে।
এর আগে আদালতের নির্দেশে গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলার নথিপত্র কোতোয়ালি থানা পুলিশ পিবিআইকে বুঝিয়ে দেয়।
সোমবার আসামির রিমান্ড মঞ্জুর হওয়ার পর পিবিআই এর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুরসালিন জানান, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর প্রচেষ্টা চালাচ্ছে পিবিআই।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি