সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ না হলে দেশপ্রেম শাণিত হয়না

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭

সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ না হলে দেশপ্রেম শাণিত হয়না

নিজস্ব প্রতিবেদক :: একুশে পদকপ্রাপ্ত গুনী শিল্পী সুষমা দাস বলেছেন, যে জাতির সাংস্কৃতিক চেতনা যত বেশী সমৃদ্ধ সে জাতি তত বেশী উন্নত। কারণ, সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ না হলে দেশপ্রেম শাণিত হয়না। জাতি হিসেবে মাথা তুলে দাড়াঁতে হলে শুদ্ধ সাংস্কৃিতক চর্চাকে অব্যাহত রাখতে হবে প্রজন্মের স্বার্থে দেশের স্বার্থে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের বিদগ্ধ সাংস্কৃতিক কর্মীরা জেগে উঠে মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করে। বঙ্গবন্ধুর ভাষণকে তিনি জাতির শ্রেষ্ট মহাকাব্য উলে­খ করে বলেন, মূলত ৭ মার্চের ভাষণের মাধ্যমেই গোটা জাতি মুক্তিযুদ্ধের উন্মত্ততায় মেতে উঠেছিল,যার ধারাবাহিকতায় আজকের স্বাধীন বাংলাদেশ।

মঙ্গলবার ৭মার্চ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিতি সাংস্কৃতিক জোট, সিলেটের উদ্যোগে গৃহিত দিনব্যাপী কর্মসূচীর আনুষ্টানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

জোটের সভাপতি জয়নাল আবেদীন জুয়েলের সভাপতিত্বে ও দিনব্যাপী অনুষ্টানের সমন্বয়ক দেবব্রত রায় দিপনের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্কৃতিকর্মী বিপ্রদাস ভট্টাচার্য্য বাপ্পু।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর,তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মুকির হোসেন চৌধুরী, শিল্পী জামাল্ উদ্দিন হাসান বান্না ,মহানগর আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গির, রোটারিয়ান আর কে ধর, শিল্পিী সংগঠন সমন্বয় পরিষদ বিভাগীয় সাধারন সম্পাদক শিল্পী জামাল্ উদ্দিন হাসান বান্না, মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ও ঐক্য ন্যাপ মহানগর সম্পাদক কুমার গনেশ পাল প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্টানের শুরুতে জোটের শিল্পিীদের অংশগ্রহনে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রানোদীপ্ত গান পরিবেশন, পূঁিথ পাঠের আসর, একক ও দলীয় নৃত্য, আবৃত্তি অনুষ্টান, এবং কাহন ৭১”নামক বিশেষ নাটিকা প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com