সাইকেল চালিয়ে বিকিনি বডি বানিয়েছেন আলিয়া

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৫

সাইকেল চালিয়ে বিকিনি বডি বানিয়েছেন আলিয়া
aliaa
সুরমা মেইলঃ বিকিনিতে সেজে ওঠার জন্য কত নায়িকা কত কী-ই না করেন! কিন্তু, আলিয়া ভাট নাকি  ‍শুধু সাইকেল চালিয়েই পেয়েছেন ‘শানদার’বিকিনি বডি। এমন কথা স্বীকার করলেন সদ্য বিকিনি কন্যা হিসেবে পরিচিতি পাওয়া নায়িকা আলিয়া ভাট।
কিন্তু হঠাৎ সাইকেল চালানোয় কেনো মজেছিলেন আলিয়া? এমন প্রশ্ন আসতেই পারে। সেই জবাবে তিনি বলেন, ‘শুটিংটা যেখানে হয়েছিল, সেই সাগরতটের সৌন্দর্যই তাঁকে বাধ্য করেছিল।’
আলিয়া বলেন, ‘জায়গাটাএত সুন্দর ছিল যে প্রতিদিন সাইকেলে করে তার চারপাশে ঘুরে বেড়াতাম। ওখানে যে হেতু আমার বিকিনি শুট করার কথা ছিল, তাই সাইকেল চালানোটা কাজে লেগে যায়! তা ছাড়া, সাগরতটের বিশুদ্ধ বাতাসে পরিশ্রমের ইচ্ছেটাও বেড়ে যেত! মুম্বাইতে তো আর এত বিশুদ্ধ বাতাস পাওয়া যায় না”।

তবে, আলিয়া একাই নন, তাঁর সঙ্গে ওই সাগরতটে পাল্লা দিয়ে সাইকেল চালিয়েছেন শহিদ কাপুর! এমনকী, শহিদ-আলিয়ার এই সাইকেল-সফরে যোগ দিয়েছিলেন শহিদের ছোট ভাই ঈশানও!

“যখনই সময় পেতাম, আমরা তিন জন বেরিয়ে পড়তাম সাইকেল নিয়ে”, জানালেন আলিয়া।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com