সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৫
সোমবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশীদ অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালে এই মামলার চার আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয় বলে জানান সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক।
এর আগে গত ৮ নভেম্বর এই আদালত মাছুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ও মালামাল ক্রোকের আদেশ দিয়েছিলেন। আদেশের একদিনের মাথায় পলাতক থাকা জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুম আত্মসমর্পণ করেন।
গত ২৩ সেপ্টেম্বর সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী। এর আগে ২২ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসাইন এসি প্রসিকিউশনের কাছে মামলার অভিযোগপত্র হস্তান্তর করেন।
পুলিশের অভিযোগপত্রে এসএমপির এয়ারপোর্ট থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুলসহ চারজনকে অভিযুক্ত করা হয়।
অন্যরা হলেন, র্যাব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান ওরফে মহি হোসেন মাছুম।
চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদ তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি