সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫
সুরমা মেইল : শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার দ্রুত বিচার-প্রক্রিয়ায় আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে সাক্ষ্য গ্রহণ। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে টানা ছয় কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ আজ শেষ হচ্ছে জানিয়ে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় সহায়তাকারী আইনজীবী আনসারুজ্জামান বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় সর্বশেষ পর্যায়ের সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ সকালে সাক্ষ্য গ্রহণ শেষ করে চার আসামি শনাক্তকরণে ৩৪২ ধারায় পরীক্ষা সম্পন্ন হবে।
পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করবেন আদালত। আজ সর্বশেষ পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ৩৪২ ধারায় আসামিদের শনাক্তকরণ পরীক্ষা ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ ।
আদালত সূত্র জানায়, গতকাল আদালতে ময়নাতদন্তকারী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক মো. শামসুল ইসলাম, মামলার রেকর্ড কর্মকর্তা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ও প্রথম তদন্তকারী কর্মকর্তা (এসআই) শাহ ফজলে আজিম পাটওয়ারি আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন।
প্রসঙ্গত, নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঈদের বাবা কোতোয়ালি থানায় মামলা করেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি