সাকা মুজাহিদের মরদেহ গ্রামের বাড়িতে

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫

সাকা মুজাহিদের মরদেহ গ্রামের বাড়িতে
Dori
সুরমা মেইল : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীরর পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে। শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে এদিন রাত ৯টার পর শহরের পশ্চিম খাবাসপুর মুজাহিদের বাড়ির মাওলানা মোহম্মদ আব্দুল বারী সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বসানো হয়েছে।ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব ও পুলিশের একাধিক টিম শহরে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। যেকোনো নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সাকা চৌধুরীর বাড়ি এবং গোটা রাউজানে পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে। সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশেই তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com