সাকিবের তুফানি ব্যাডে ফের জ্যামাইকার জয়

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

সাকিবের তুফানি ব্যাডে ফের জ্যামাইকার জয়
2016_07_16_10_58_46_fUJKkcX8DOfTOD4WrSE7UvwxiRCNZZ_original
স্পোর্টস ডেস্ক : গেলও শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়েনা অ্যামাজনের বিপক্ষে সাকিবের ব্যাটে-বলে জয় পায় জ্যামাইকা তালাওয়াস। রবিবারও তার ধারাবাহিকতা ধরে রাখলেন এই বাঁহাতি। তার অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিস গেইলের দল।
এদিন সাকিব ব্যাট হাতে ১৭ বলে ৩৪ রান করেন। বল হাতেও কম জাননি। ২ ওভার হাত ঘুরিয়ে ২ রান দিয়ে নেন ২ উইকেট।
বাংলাদেশ সময় রবিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে কিংসটনের সাবিনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে জ্যামাইকা।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন কুমার সাঙ্গাকারা। ২৩ বলে ৩৫ রান করেন রোভম্যান পাওয়েল। ছয় নম্বেরে নামা সাকিব ১৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন।
১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৫ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় সেন্ট কিটসের ইনিংস। সর্বোচ্চ ২৩ রান করেন জোনাথন কার্টার।
জ্যামাইকার পক্ষে ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেসরিক উইলিয়ামস ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া সাকিব ২ ওভারে ২ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো আন্দ্রে রাসেল ও ডেল স্টেইনও নেন ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাঙ্গাকারা।
ছয় ম্যাচে এটা জ্যামাইকার চতুর্থ জয়। ৯ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com