সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৫
দলের জন্য সাকিবের এই বড় ত্যাগের প্রশংসা করেছেন বাংলাদেশ ওডিআই ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেছেন, দলের সবার জন্য এটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে। সবাই সাকিবকে সময়ের সেরা ক্রিকেটার হিসেবে মনে রাখবে।
তিনি আরও বলেন, এমন সময়ে একজন খেলোয়াড়কে কেউ চাপ প্রয়োগ করতে পারে না। সাকিব নিজেই দলের প্রয়োজনের সময় দলকে সেবা দেয়ার আগ্রহ দেখিয়েছে। যুক্তরাষ্ট্রে ঘনঘন যাওয়া আসা খুব সহজ নয়।
নিয়মিত অধিনায়ক মাশরাফির ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ কারণে, দলের প্রধান অস্ত্র ফিরে আসায় কোচ চ-িকা হাথুরুসিংহেও খুব খুশি। সাকিব ফিরে আসায় স্বস্তিতে আছেন টিম ম্যানেজমেন্টও।
Design and developed by ওয়েব হোম বিডি