সাকিব-মোস্তাফিজকে ছাড়ছে না কলকাতা-হায়দারাবাদ

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: আগমী বছরের এপ্রিলে শুরু হতে যাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। আর এই আসরে ফ্র‍্যাঞ্চাইজিরা তাদের দলের কিছু খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দিয়েছে। দলগুলো মোট ৪০ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।

তবে দল থেকে বাদ পড়েননি দুই বাংলাদেশী তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদ তাদের ধরে রেখেছে দশম আসরের জন্যও। তাই আগামী লিগেও মাঠে মানবেন বাংলাদেশী এই তারকা খেলোয়াড়।

২০১১ থেকে শুরু করে ২০১৩ ছাড়া আইপিএলের সব আসরই শাহরুখ খানের কলাকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। দু’বারের শিরোপা জয়ে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে প্রধমবারের মতো সানরাইজার্স হায়দারাবাদকে শিরোপা জিতাতে মূল ভূমিকা রাখেন কাটার মাস্টার।

সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারকে ছেড়ে দিয়েছে। এছাড়া বাদ পড়েছেন জন হেস্টিংস (অস্ট্রেলিয়া), কলিন মানরো (নিউ জিল্যান্ড) ও মর্নে মরকেল (দক্ষিণ আফ্রিকা)।

বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ স্থানীয়দের মধ্যে আষীশ রেড্ডি ও সুমনকে বাদ দিয়েছে। ইংল্যান্ড দলের সিমিত ওভারের দলপতি ইয়ন মরগান দল থেকে বাদ পড়েছেন।

এছাড়া দলগুলো থেকে কেভিন পিটারসেন (রাইজিং পুনে সুপারজায়ান্টস), ডেল স্টেইন (গুজরাট লায়ন্স) আগের আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরও খেলোয়াড ছেড়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com