সাকিব ১৫তম শীর্ষে অশ্বিন-জাদেজা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

স্পোর্টস ডেস্ক :: ভারত জাতীয় ক্রিকেট দলের অন্যতম দুই বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ঘরের মাঠে গত এক বছরেরও বেশি সময় ধরে বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এরই পুরস্কার পেলেন দুজন। আইসিসি প্রকাশিত টেস্ট বোলারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি জায়গা দখল করে রেখেছেন ভারতীয় স্পিন অ্যাটাকের এই দুই সেনানি। আগে থেকেই শীর্ষে ছিলেন অশ্বিন। অন্যদিকে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট পাওয়ায় দুইয়ে ওঠে এসেছেন জাদেজা।

ইংল্যান্ড সিরিজে বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ায় ৬৬ পয়েন্ট পেয়েছেন জাদেজা। ৮৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অশ্বিন। অন্যদিকে ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জাদেজার অবস্থান।

১৯৭৪ সালের পর প্রথমবারের মতো দুই ভারতীয় বোলার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি জায়গা দখল করেছেন। ৪২ বছর আগে বিষেন সিং সিধু ও বাগাওয়াত চন্দ্রশেখর সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন।

Image result for শীর্ষে অশ্বিন-জাদেজা, সাকিব ১৫তমবাংলাদেশি বোলারদের মধ্যে সবার চেয়ে ওপরে রয়েছেন সাকিব আল হাসান। টাইগার স্পিনার রয়েছেন ১৫ নম্বরে। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩৪ ও তাইজুল ইসলাম রয়েছেন ৩৮ নম্বরে।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচ সিরিজে ২৬ উইকেট নেন জাদেজা। অন্যদিকে অশ্বিন নেন ২৮ উইকেট। এই দুজন ইংলিশদের বিপক্ষে ভারতকে ৪-০ ব্যবধানের বড় জয়ে ভূমিকা রাখেন।

জাদেজা দুইয়ে ওঠে আসায় তিনে নেমে যেতে হয়েছে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে (৮৬৭ পয়েন্ট)। পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে দারুণ বোলিং করা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ক্যারিয়ার-সেরা র‌্যাঙ্কিং ছয়ে ওঠে এসেছেন। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ডেল স্টেইন ও জেমস অ্যান্ডারসন। শীর্ষ দশে থাকা অপর চারজন হলেন যথাক্রমে- জস হ্যাজেলউড, স্টুয়ার্ট ব্রড, নেইল ওয়াগনার ও ইয়াসির শাহ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com