সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সংঘর্ষে নিহত ১

CTG

 

সুরমামেইল : জেলার সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নুরুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বেলা  পৌনে ১১টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন পৌরসভার ৯নং ওয়ার্ডের গোয়াদের পাড়ার আব্দুর রহিমের ছেলে। তার মহেশখালীতে লেপের দোকান আছে।

জানা যায়, নিহত নুরুল তাদেরই একজনের সমর্থক বলে শোনা গেলেও চট্টগ্রামে বিএনপির নির্বাচনী মনিটরিং সেলের সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

কেন্দ্রের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, কেন্দ্রের ভেতরে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।  ভেতরে কোন সমস্যা হচ্ছেনা। তবে বাইরে গুলি বিনিময়ের ঘটনায় একজন মারা গেছে বলে শুনেছি।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নুরুল আমিনের লাশ দেখতে ভিড় জমিয়েছেন পরিবারের সদস্য ও আওয়ামী নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com