সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট দিঘীরপার ইউপিতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল রোববার সকাল ১০টা থেকে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসা পরিচালনা কমিঠির সভাপতি হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খানের সভাপতিত্বে এলাকার বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে ওয়াজ মাহফিলে উপস্থিত দেশের খ্যাতিনামা আলেম-মাশায়েখরা তাদের নসিয়ত পূর্ণ বয়ানে বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মুসলমানরা নির্যাতন-নিপিড়নের শিকার হচ্ছেন তার একমাত্র কারণ হচ্ছে মুসলমানরা ইসলামের সু-মহান আদর্শ থেকে সরে যাচ্ছে। এমতাবস্থায় মুসলমানদের উচিত ঐক্যবদ্ধ্য ভাবে সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আদর্শকে বুকে ধারন করতে হবে। এবং প্রিয় বিশ্ব নবী (সাঃ) ও সাহাবাদের দেখানো পথে আমাদের সবাইকে চলতে হবে।

 

বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী, বিশেষ হেমান ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী,কানাইঘাটের কৃতি সন্তান যোক্ত্যরাজ্য প্রবাসী সেখানকার একটি মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মাহবুবুর রহমান খান,মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, মাওলানা জাকির হুসাইন ফুলবাড়ী,কানাইঘাট সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল মান্নান,হাফিজ মাওলানা মামুন রশিদ মাদানী,মাওলানা মুফতি দেলওয়ার হোসেন চৌধুরী,মাওলানা নুরুল আলম ক্বাসেমী,মাওলানা সামছুল ইসলাম বেলালী।

 

ওয়াজ মাহফিলে কানাইঘাটের প্রাচীনতম সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার ঐতিহ্য ও সুনামকে ধরে রেখে মাদ্রাসার অর্ঘযাত্রাকে এগিয়ে নেওয়ার উপর আলেম উরামারা গুরুত্ব আরপ করেন। উক্ত বার্ষিক মাহফিলের প্রদান অতিথি মাওলানা আব্দুল মতিন চৌধুরী মাদ্রাসায় যারা এবছর কোরআনের হাফিজ হয়েছেন তাদেরকে পুরষ্কার সরুপ পাগড়ী প্রদান করেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com