সাদা পোশাকে ডিউটি করতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

সাদা পোশাকে ডিউটি করতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
asad

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সুরমা মেইল নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এখন থেকে  পুলিশ আর সাদা পোশাকে ডিউটি করতে পারবে না। সাম্প্রতিক সময়ে রাজধানীর যাত্রাবাড়ীতে সিভিল পোশাকে দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মকর্তাকে পিটিয়ে আহত করাসহ বেশ কয়েকটি চাঁদাবাজির ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্তার অভিযোগ ওঠায় এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ডিউটির সময় পুলিশ সদস্যদের অবশ্যই ড্রেসকোড মানতে হবে। যদি কোনো কারণে সিভিল ড্রেসে ডিউটি পালন করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বুকে বা পিঠে পরিচিতি লোগো (মনোগ্রামসহ) থাকতে হবে। ডিবি পুলিশকেও ডিউটিতে সংস্থার লোগো সংবলিত কোটি পরিধান করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও এমন নির্দশনা ছিল। তারপরও অনেক সময় সিভিল ড্রেসে ডিউটি পালন করেছে পুলিশ সদস্যরা। এ কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।
এ ধরনের অপরাধে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com