সানিয়ার হাত ছেড়ে নতুন জুটি গড়লেন শোয়েব মালিক

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪

সানিয়ার হাত ছেড়ে নতুন জুটি গড়লেন শোয়েব মালিক

খেলাধুলা ডেস্ক :
সানিয়া মির্জার সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে শোয়েব মালিকের, এমন গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। এমন গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

 

পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার। শোয়েবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের সূত্র ধরে তাঁদের বিয়ের খবর প্রচার করছে পাকিস্তান ও ভারতের অনেক সংবাদমাধ্যম। তবে সানিয়া মির্জার সাথে বিচ্ছেদ হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানা যায় নি।

 

শোয়েবের পোস্ট করা ছবিতে বিয়ের সাজে দেখা গেছে তাঁকে ও অভিনেত্রী সানাকে। ক্যাপশনে পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি করেছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

 

ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা আর পাকিস্তানের ক্রিকেটার শোয়েবের বিয়ে হয় ২০১০ সালে। আট বছর পর এই দম্পতির ঘরে আসে ছেলে ইজান মির্জা-মালিক। বিয়ের প্রথম এক দশক ভালোই কেটেছে তাঁদের। কিন্তু কিছুদিন ধরে একাধিকবার শোয়েব-সানিয়ার সংসার ভাঙা নিয়ে গুঞ্জন উঠেছিল।

 

গত বছর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছিলেন শোয়েব, যা দেখে অনেকেই তখন ধারণা করেছিলেন, পাকিস্তানি ক্রিকেট তারকার সঙ্গে ভারতীয় টেনিস তারকার সম্পর্ক হয়তো এরই মধ্যে ভেঙে গেছে। সে সময় আয়েশা ওমর নামের পাকিস্তানি এক অভিনেত্রীর সঙ্গে শোয়েবের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

 

যদিও পরবর্তী সময়ে সম্পর্কের কথা অস্বীকার করেন শোয়েব ও আয়েশা। এমনকি সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই পাকিস্তানের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে একসঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায় শোয়েব-সানিয়াকে।

 

সানা পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। ২০১২ সাল থেকেই টেলিভিশনের নিয়মিত মুখ। এর আগে ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমর জসওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।

 

(সুরমামেইল/এএইএম)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com