সানির জন্য কবি হচ্ছেন রণবীর

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৬

সানির জন্য কবি হচ্ছেন রণবীর

images (4)

বিনোদন ডেস্ক : অনেকে শুনলে অবাক হবেন। কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে। বলিউড অভিনেতা কবি হতে যাচ্ছেন। তাও আবার সানি লিওনের জন্য! তবে সেটি শুধু একটি ছবিতে। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর তার বন্ধু সুনীল সুব্রিমানি পরিচালিত একটি ছবিতে কবি হচ্ছেন। সুনীল ছবি নির্মাতা অনুরাগ বসুর সহকারী।

শোনা গেছে, রণবীর ছবির একটি গানের মধ্যে পাঞ্জাবি ও হিন্দি এই দুই ভাষায় একটি শায়ারি পড়বেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শারমান জোসি ও সানি লিওন। ছবিতে রণবীরের অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলেছেন, ছবিতে রণবীর চার লাইনের একটি ছোট কবিতা পড়বেন। আমি যখন এই পরিকল্পনার কথা তাকে বলেছি সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। রণবীর কাপুরকে পরবর্তীতে অনুরাগ বাসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com