সানির ব্যাগে কি মজা? হারিয়ে যায় বার বার!

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৬

সানির ব্যাগে কি মজা? হারিয়ে যায় বার বার!

download (6)

বিনোদন ডেস্ক : লস অ্যাঞ্জেলস থেকে ফেরার পথে লাগেজ হারালেন সানি লিওন। তবে, এই প্রথমবার নয়। এর আগে তিনবার লাগেজ হারিয়েছে তাঁর। জানা গেছে- লস অ্যাঞ্জেলস থেকে মুম্বাই বিমানবন্দরে নামেন সানি।

অভিযোগ, সেখানে নেমে তিনি তাঁর লাগেজের কোনো খোঁজ পাননি।

সানি জানান- তাঁর ব্যাগে জামাকাপড় সহ বেশ কিছু টাকাও ছিল। পুরো বিষয়টি ভীষণ হতাশাজনক বলে দাবি করেছেন তিনি। যদিও পরে লাগেজের খোঁজ মিলেছে। দিনকয়েকের মধ্যেই তা সানি পেয়ে যাবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com