সানি কি ফের পর্নোরাজ্যে ফিরছেন?

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

সানি কি ফের পর্নোরাজ্যে ফিরছেন?

download (1)

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : শয্যাদৃশ্যে সাবলীল অভিনয়শিল্পী সাবেক পর্নোস্টার ও বলিউড তারকা সানি লিওন ফিরছেন নিজের পুরনো ঘরে। এক টুইটে সানি নিজেই এর সত্যতা স্বীকার করেছেন। গত ১৩ জানুয়ারি তিনি টুইট করেন, শেকড়ে ফিরে যেতে চাই।

সানির এই টুইটে হইচই পড়ে যায় ভক্তদের মাঝে। তিনি কি ফের পর্নোরাজ্যে ফিরছেন? ভক্তদের ভুল ভাঙাতে সানি নিজেই এই টুইটের ব্যাখ্যা দেন। বলিউড ছাড়ার প্রশ্নই আসে না। তবে ফিরছেন নিজের পুরনো জায়গা বিগ বসে। সেটাই জানিয়েছেন টুইটে। তিনি আরো জানান, বিগ বসের ঘর থেকেই নিজের নতুন ছবি ‘মস্তিজাদে’র প্রোমোশন করবেন।

বিগ বস রিয়্যালিটি শো থেকেই থেকেই সানির বলিউডে প্রবেশ। আর এজন্যই সেই পুরনো ঘরকে ভুলতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com