সানি লিওনের চ্যালেঞ্জ শাহরুখ-রণবীরকে !

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৫

সানি লিওনের চ্যালেঞ্জ শাহরুখ-রণবীরকে !

sani

 

সুরমা মেইলঃ  জারিন খানের কাছে বাধা পেয়ে শাহরুখ খান, রণবীর সিংহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন খোদ সানি লিওন!

জানা গেছে, প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল জারিন খানের ‘হেট স্টোরি ৩’ আর সানি লিওনের ‘মস্তিজাদে’-র! বক্স অফিসে তাঁরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালে কী হত, বলা মুশকিল! কিন্তু, ঝুঁকিটা নিতে চাইলেন না ছবির প্রযোজকরাই!

‘মস্তিজাদে’-র প্রীতীশ নন্দীর কাছে তাই ফোন গেল ‘হেট স্টোরি ৩’-এর ভূষণ কুমারের! ভূষণের আবেদন ছিল, প্রীতীশ যেন তাঁর ছবির মুক্তি একটু পিছিয়ে দেন! কার্যত, ভূষণের আবেদন মেনে নিলেন প্রীতীশ। ভূষণ তাঁর দীর্ঘ দিনের বন্ধু, তাই তাঁর আবদার ফেলতে পারলেন না! তাহলে কবে মুক্তি পাবে ‘মস্তিজাদে’?

এখানেই আসছে শাহরুখ-রণবীরকে চ্যালেঞ্জের প্রশ্ন! ডিসেম্বরে যখন মুক্তি পাবে ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’, তখনই মুক্তি পাবে ‘মস্তিজাদে’-ও! তার ফলাফল? সে উত্তর ভবিষ্যৎই দেবে!

সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com