সাবধান বাংলাদেশ, ছন্দে ফিরে গেছে ভারত: যুবরাজ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৬

সাবধান বাংলাদেশ, ছন্দে ফিরে গেছে ভারত: যুবরাজ

file

স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপ নিজের দেশে বিশ্বকাপ খেলছে ভারত। আগামীকাল বুধবার ব্যাঙ্গালরে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।বাংলাদেশকে হুঁশিয়ার করে যুবরাজ বললেন, ‘ছন্দে ফিরে গেছে ভারত, সাবধান বাংলাদেশ।’ প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ধোনি বাহিনী।

আর বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছে। বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আইসিসি। তাদের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ।

টি-২০ বিশ্বকাপে তার প্রত্যাবর্তনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ক্রিকেটের স্বর্গোদ্যানে পাকিস্তানের বিরুদ্ধে তার গোছানো ২৪ রান টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা বেশ খানিকটা মজবুত করে দিয়েছিল। আপাতত সেই জয়ের আনন্দেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন যুবরাজ সিং। যার জেরে এ বার বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে দলের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কাটা লেগেছিল, পাকিস্তানকে হারিয়ে তার অনেকটাই উদ্ধার করতে পেরে বেজায় খুশি ৩৫ বছরের এই ক্রিকেটার। তবে, পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে খুব একটা পাত্তা দিচ্ছে না ২০০৭ সালের বিশ্বকাপজয়ী ভারত দলের অন্যতম প্রধান অস্ত্র।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com