সাবিনা-রুনা নিউইয়র্কে একই মঞ্চে

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬

সাবিনা-রুনা নিউইয়র্কে একই মঞ্চে

image-3115

বিনোদন ডেস্ক : প্রথমবারের মত দেশের বাইরে এক মঞ্চে গান গেয়ে দর্শক মাতালেন বাংলাদেশের দুই জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের বিশাল অডিটোরিয়ামে এই দুই শিল্পী প্রায় তিন ঘণ্টা সঙ্গীত পরিবেশন করেন।

নিউইয়র্কের শো টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। সাবিনা ইয়াসমিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন এবং রুনা লায়লার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।

রাত ৮টায় প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। প্রায় দেড় ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। এরপর মঞ্চে দুটি দ্বৈত গান পরিবেশন করেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, গত ১৫ বছরে তিনি অনেক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটি তার জীবনের সবচেয়ে সফল অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com