সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পিযুষ কান্তি দের বিরুদ্ধে কতোয়ালি থানায় দুটি মামলা দায়ের হয়েছে। নারী নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে একটি এবং অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়।
বৃহস্পতিবার সিলেট কতোয়ালি থানায় এই মামলা দুটি দায়ের হয় বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।
তিনি জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দগঞ্জের গুমগুমিয়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে হারুনুর রশিদ (২৫) পিযুষসহ ৬ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি মামলাটি দায়ের করেন। হারুন বর্তমানে নগরীর বাগবাড়ির শামীমাবাদ আবাসিক এলাকায় বসবাস করছেন।
মামলায় পিযুষ কান্তি দে ছাড়া অন্য আসামিরা হচ্ছেন- লামাবাজার (ভাতালিয়া বিলপাড়) এলাকার শফিক আহমদের ছেলে হুজায়েল আহমদ বাপ্পি (২৬), সুনামগঞ্জের দিরাইয়ের কুলঞ্জ গ্রামের (বর্তমানে রিকাবীবাজারের বাসিন্দা) জামিল আহমদ (৩০), বাগবাড়ি এলাকার তানভীর রেজা খান (২৩), একই এলাকার মুনিম আহমদ (২৩) ও নাবিদ সালেহ (২৮)।
মামলার এজহারে বাদী উল্লেখ করেছেন, গত ২০ ডিসেম্বর তিনি (হারুনুর রশিদ) ও তার মামাতো ভাই ফজলে রাব্বি মারুফ বিকাল ৩টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ কাজী ম্যানশন মার্কেটে যান। সেখানে কাজ শেষ করে মার্কেটের সামনে মেইন রোডে আসার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিযুষ কান্তি দের নেতৃত্বে উল্লেখিত আসামিরা আগ্নেয়াস্ত্র, রামদা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। আসামিদের হামলায় তারা (বাদী ও তার মামাতো ভাই) মাটিতে পড়ে গেলে আসামিরা দুটি সিএনজি অটোরিকশা দিয়ে তাদেরকে জিম্মি করে মির্জাজাঙ্গালে গোপন আস্তানায় নিয়ে যায়।
ওই আস্তানায় বাদীর আইফোন ও নগদ ২৫৮০ টাকা আসামিরা ছিনিয়ে নেয়। বাদীর মামাতো ভাইয়ের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি জে সেভেন সিক্সটিন ও নগদ ১৩২০ টাকা ছিনিয়ে নেয়। পরে বিকাল ৪টার দিকে পিযুষ কান্তি বাদী হারুনের চাচাতো ভাই সাফি আহমদের ফোনে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হত্যা করে লাশ গুমের হুমকিও দেওয়া হয়। হুমকি পেয়ে সাফি আহমদ বাদীর ব্যক্তিগত বিকাশ নাম্বারে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা পাঠান। পরে আসামিরা ওই টাকা ক্যাশআউট করে নেয়। এছাড়া বাদীর মামাতো ভাই ফজলে রাব্বিকে হুমকি দিয়ে ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডের পিন নম্বর নিয়ে বুথ থেকে আরো ৭ হাজার টাকা উত্তোলন করে নেয়। বাদীর পরিবার মুক্তিপণের আর কোনো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা বাদী ও তার মামাতো ভাইকে মারধর করে হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তুলে রাখে এবং হুমকি দিয়ে বলে, ‘ঘটনা কাউকে জানালে ওই ছবি ফেসবুকে ছেড়ে দেবে।
এজহারে বাদী আরো উল্লেখ করেছেন, আসামিদের গোপন আস্তানা থেকে পালিয়ে আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ করে থানায় এসে মামলা করতে বিলম্ব হয়েছে।
নারী নির্যাতনের অভিযোগে দায়েরকৃত অপর মামলার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি ওসি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি