সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি :
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে মৌলভীবাজারে স্থানান্তর করা হয়।
মৌলভীবাজারের জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।
এরআগে গত ৩ অক্টোবর দিনগত রাতে ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে টানা সাত বার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ।
১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন তিনি। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি