সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে : স্পিকার

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে : স্পিকার

সুরমা মেইল ডেস্ক :: স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান বাজেট ব্যবস্থাকে একটি মডেল বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, জেন্ডার সমতার ক্ষেত্রেও এই বাজেট অনন্য। প্রত্যেক মন্ত্রণালয়ের নিজ নিজ বাজেটে জেন্ডার সমতা বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে। এর ফলে জেন্ডার সমতার বিষয়টি এদেশে মূল উন্নয়ন গতিধারায় সম্পৃক্ত হয়েছে।

ইউএনডিপির বাংলাদেশে নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি সুদিপ্ত মুখার্জী বৃহস্পতিবার তার কার্যালয়ে সাক্ষাৎকালে স্পিকার এ কথা বলেন। এ সময় উপ আবাসিক প্রতিনিধি কিওকো ইউকোসোকা উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা টেকসই উন্নয়ন (এসডিজি), ইউএনডিপির সাহায্যপুষ্ঠ চলমান প্রকল্প, জেন্ডার সংবেদনশীল বাজেট প্রনয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। স্পিকার এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ইউএনডিপি সূদূর অতীত থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। ভবিষ্যতেও ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যহত রাখবে।বাসস

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com