সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সারাদেশে জঙ্গি-সন্ত্রাস ‘প্রতিরোধ কমিটি’ অতি দ্রুত গঠনের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব কমিটিগুলো গঠন করলে জঙ্গিবাদ অনেকটা কমে যাবে।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জাগো নিউজকে জানিয়েছেন।
নেতারা জানান, কেন্দ্রীয় ১৪ দলের জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনের কার্যক্রমে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সম্পৃক্ত হয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা।
জেলা-উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এসব কমিটি গঠনের ক্ষেত্রে সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
দলীয় নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সব আওয়ামী লীগের লোকজনদের দিয়ে কমিটি গঠন করলে হবে না। এসব কমিটি গঠন করলে একটা ফলাফল পাব। শিগগিরই জঙ্গি প্রতিরোধ সম্ভব হবে। ওরা অনেকটা ভয় পেয়েছে।
জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের আগেও এ ধরনের সন্ত্রাসী ঘটনা ও হত্যাকাণ্ড আমরা দেখেছি। ওই সময় ৬ জন সংসদ সদস্যকেও হত্যা করা হয়। ওই সময় বিশ্বের কাছে বঙ্গবন্ধুর সরকারের জনপ্রিয়তা নষ্ট করার জন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এখনও সেই ধরনের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বিশ্ববাসী আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্ববাসীর কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় তারা আমাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় আলোচনায় আসে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগকে অবৈধ হস্তক্ষেপ উল্লেখ করে আন্দোলনের হুমকির বিষয়টি।
হেফাজতে ইসলামের জুমার খুতবা চ্যালেঞ্জ করার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটা তো কোনো খুতবা নয়। এটা হচ্ছে বয়ান, খুতবার আগে যেটা পড়া হয়ে থাকে।
বৈঠকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা তোলেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী শিগগিরই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দলের নেতাদের জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আইনকানুন দেখার নির্দেশ দেন।
Design and developed by ওয়েব হোম বিডি