সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
সারাদেশে জাতীয় পতাকা হাতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ৩০ জানুয়ারি দেশব্যাপী এই কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ এ সমাবেশের আয়োজন করে।
দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশন শুরুর দিন আগামী ৩০ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচির বিপরীতে সারাদেশে শান্তি গণতন্ত্র ও উন্নয়নের সমাবেশ কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মহানগর, জেলা, উপজেলায় ঐ দিন (৩০ জানুয়ারি) জাতীয় পতাকা হাতে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের সমাবেশ করবে। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাধারণ মো. হুমায়ুন কবির।
এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেতা, ইসহাক আলী খান পান্না, সাইফুজ্জামান শিখর, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচএম বদিউজ্জামান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আমিন রুহুল, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, যুব মহিলা লীগ সভাপতি ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান প্রমুখও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী চৌধুরী সাগর।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি