সারাদেশে ৬৮ কারাগারে হঠাৎ নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৫

সারাদেশে ৬৮ কারাগারে হঠাৎ নিরাপত্তা জোরদার

Manual3 Ad Code

karagar

Manual5 Ad Code

সুরমা মেইলঃ সারাদেশে ৬৮টি কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া কারাগার ঘিরে মাঠে নেমেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সদস্যরা । সঙ্গে রয়েছে কারা গোয়েন্দা কর্মকর্তারা।
মঙ্গলবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, শুধু কারাগারেরর এলাকাই নয় আশপাশের বাসা-বাড়ি ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, সার্বিক নিরাপত্তাই বাড়ানো হয়েছে। সব সময়ই কারাগারে নিরাপত্তা থাকে, তবে আগের তুলনায় এখন একটু বেশি।
এর আগে, জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, নিরাপত্তার জন্য কাশিমপুর কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সম্প্রতি বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটার পর নিরাপত্তা জোরদার করা হলো।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code