সারা দেশে সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

সারা দেশে সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা

সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

 

বুধবার (২৮ মে) একবাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিবৃতিতে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বলেন, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ধরনের হয়রানি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

 

বিবৃতিতে আরও জানানো হয়, সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি ব্যবসা বন্ধ থাকবে।

 

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com