সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্যাটরিনার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্যাটরিনার

বিনোদন ডেস্ক :: বোমা ফাটাবেন আগে থেকেই নিশ্চিত ছিল। তাই বলে নিশানায় সালমান? বলিউডের কেউ সাহস না করলেও, ‘কফি উইথ করণ’–এ গিয়ে এমন কাণ্ডই ঘটালেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সালমান কেমন মানুষ তা জানতে চান অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর। এক মূহুর্ত সময় নষ্ট না করে সালমানকে ‘ছল চাতুরি–তে ওস্তাদ’ বলে বসেন ক্যাটরিনা।

পরিচালক করণ জোহর তো বটেই, তার এমন জবাবে অবাক হয়ে যান পাশে বসা আনুশকা। সালমানের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কোনওদিন প্রকাশ্যে কিছু বলতে যায়নি তাকে।

সালমান প্রসঙ্গ এড়াতে এর আগে বেশ কয়েকবার ‘কফি উইথ করণ’–এ আসার প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি ক্যাটরিনা বেপরোয়া হয়ে গিয়েছেন। তাই বলিউডে তাকে জায়গা করে দেওয়া সালমানকে খোঁচা দিতে দু’বার ভাবছেন না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com