সালমানের প্রেমে মজেছেন সোনম

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৫

সালমানের প্রেমে মজেছেন সোনম

sonamkapoor-salmankhan

সুরমা মেইলঃ বলিউড তারকা সালমান খানের ‘রোমান্স’ উপভোগ করেন অভিনেত্রী সোনম কাপুর! তবে তা বাস্তবিক জীবনে নয়, পর্দায়।

 এত দিনের ক্যারিয়ারে ‘সল্লু মিঞা’ যত সিনেমা করেছেন তার বেশির ভাগেই তার চরিত্রের নাম ছিল ‘প্রেম’। আর এই প্রেমিক সালমানকেই ‘প্রেম রতন ধন পায়ো’র সেটে খুঁজে পেয়েছেন অনিল-কন্যা সোনম।আসন্ন এই সিনেমাটিতে জুটি বেঁধেছেন সালমান-সোনম। শুধু সালমানের জন্যই নাকি এ ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন সোনম কাপুর।

 সেই শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সোনম বলেছেন, ‘আমার মনে হয় রোমান্স সিকুয়েন্সে সালমান অসাধারণ। ওর রোমান্টিক ফিল্ম আমার দারুণ লাগে। সালমানের জন্যই এই ছবিটা করছি।’

 পাশাপাশি পরিচালক সুরুজ বরজাতিয়ারও প্রশংসায় পঞ্চমুখ সোনম। তিনি জানিয়েছেন, সুরুজ সব সময়ই ছবির মাধ্যমে গোটা পরিবারের ইমোশনকে রিলেট করাতে পারেন। তাই এই ছবি যে বক্স অফিস কাঁপাবে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত নায়িকা।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সালমানকে। এ ছাড়াও একটি বিশেষ চরিত্রে রয়েছেন নীল নীতিন মুকেশ। চলতি বছরের নভেম্বর নাগাদ মুক্তি পাবে এটি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com