সালমানের শীর্ষ স্থান কেড়ে নিলেন বাংলার হিরো আলম

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

সালমানের শীর্ষ স্থান কেড়ে নিলেন বাংলার হিরো আলম

বিনোদন ডেস্ক :: অবিশ্বাস্য কাজটি করেছেন বাংলাদেশের আলোচিত সেই হিরো আলম। মাত্র কয়েক মাসেই মিডিয়ার আলোচনায় এসে বলিউডের সুপারস্টার নায়ক সালমান খানকে টপকালেন বগুড়ার হিরো আলম।

ভারতীয় গণমাধ্যম আল্টিমেট ইন্ডিয়ানের খবর, গুগল সার্চ বা খোঁজে বলিউড অভিনেতাদের মধ্যে বরাবরই সবার শীর্ষে ছিলেন সালমান। তবে এখন তিনি আর এই শীর্ষস্থানে নেই। সুপারস্টার সালমান খানের সেই শীর্ষ স্থানটা কেড়ে নিলেন হিরো আলম।

প্রতিবেদনের বলা হয়েছে, শুধু গুগল সার্চে নয়, সবাইকে চমকে দিয়ে হিরো আলম নামের নতুন এই ব্যক্তি ইউটিউব সার্চেও সালমান খানকে টপকিয়ে গেছে।

আল্টিমেট ইন্ডিয়ানের প্রতিবেদনে হিরো আলমের নাম উল্লেখ করা হয়েছে ‘আলম বগুড়া’। নিজের করা ভিডিও গান দিয়েই তিনি এই অবস্থান অর্জণ করেছেন। নিজে যেখানে হিরোর চরিত্রে অভিনয় করেছেন এবং তার সঙ্গে রয়েছেন একজন সুন্দরী নারী।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, টিভিতে অভিনয়ের খুববেশি যোগ্যতা না থাকলেও শুধু আলোচনায় থাকার কারণে ইউটিউবেও অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। ক্রিকেটার মুশফিকসহ অন্যান্য সেলিব্রেটিদের সঙ্গে তোলা সেলফির বিষয়টিও তার জনপ্রিয়তার কারণ বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com