সালমান এখন মামা!

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

সালমান এখন মামা!

Salman_khan1459324011

বিনোদন ডেস্ক : মামা হলেন বলিউডের তারকা অভিনেতা ভাইজান খেত সালমান খান। আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সালমানের বোন অর্পিতা। ছেলে ও মা দুজনেই এখন সুস্থ আছেন। ছেলের নাম রাখা হয়েছে আহিল। এবারই প্রথম সন্তাদের মুখ দেখলেন আয়ুশ-অর্পিতা দম্পতি। এদিকে ছেলে হওয়াতে ভীষণ খুশি বাবা আয়ুশ শর্মা।  ইনস্টাগ্রামে ছেলে হওয়ার সংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি কার্ড শেয়ার করেছেন আয়ুশ যেখানে লেখা, অপেক্ষার পালা শেষ, আমাদের রাজপুত্র এসে গেছে। ২০১৪ সালের নভেম্বরে আয়ুশের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন অর্পিতা। গত মাসে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় অর্পিতার বেবি শাওয়ার অনুষ্ঠান। এদিকে নতুন অতিথি আসার পর থেকেই খান পরিবারে শুরু হয়েছে উৎসবের আমেজ। শোনা যাচ্ছে, বোন অর্পিতাকে বাড়ি ফেরানোর সময় বিশাল পার্টির আয়োজন করবেন সালমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com