সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

সালমান শাহ হত্যা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন করে সামনে এসেছে আলোচিত এই ঘটনা। প্রয়াত এ নায়কের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার পর আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠিয়েছে পুলিশ।

 

Manual5 Ad Code

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

 

ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা গ্রহণের পর থেকেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

তিনি আরও জানান, আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। “মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য আসামিদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে,” বলেন ওসি।

 

তদন্তে কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, “আইনের নিয়মে তদন্ত এগোচ্ছে। খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।”

Manual2 Ad Code

 

এর আগে গত ২১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের প্রতিবেদনে অভিনেতার মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছে- তার ছেলেকে হত্যা করা হয়েছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code