সালমান সুলতানের বেগম হচ্ছেন আনুশকা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

সালমান সুলতানের বেগম হচ্ছেন আনুশকা

Sal
সুরমা মেইল. বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘সুলতান’। এ প্রতিষ্ঠানের ‘রব নে বানা দি জোড়ি’র (শাহরুখ খান) মাধ্যমে বলিউডে পথচলা শুরু হয় আনুশকার। এরপর থেকে যশরাজের নিয়মিত নায়িকা হয়ে ওঠেন তিনি। এর আগে আমির খান (পিকে) ও শাহরুখ খানের সঙ্গে কাজ করলেও সালমানের নায়িকা হিসেবে এবারই প্রথম পর্দায় আসবেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। এর মধ্য দিয়ে তিন খানের সঙ্গেই কাজ করা বলিউডের সমসাময়িক অভিনেত্রী হিসেবে কারিনা কাপুর খান ও ক্যাটরিনা কাইফের পাশে লেখা হচ্ছে তার নাম।

এদিকে যশরাজ ফিল্মসের সঙ্গে সালমান এর আগে ‘এক থা টাইগার’ ছবিতে কাজ করেছিলেন। সেটি কবির খান পরিচালনা করলেও ‘সুলতান’-এর পরিচালক আলি আব্বাস জাফর।

এক কুস্তিগীরকে ঘিরেই ‘সুলতান’-এর গল্প। ২০১৬ সালের সবচেয়ে বড় বাজেটের ছবির মধ্যে অন্যতম ভাবা হচ্ছে এটাকে। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদে। একই দিন শাহরুখের ‘রায়ীস’ও মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com