সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়ক সংস্কার ও রাস্তা প্রসারিত করতে সালুটিকর বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করায় এই এলাকার শতাধিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন।
দীর্ঘ দিন থেকে সালুটিকর বাজার সংলগ্ন আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কের দক্ষিন পার্শ্বে আদাপাকা ও পাকা ঘর নির্মাণ করে ওই ব্যবসায়ীরা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ উদ্ধার অভিযানে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ায় ব্যবসায়ীরা এখন চরম হতাশায় পড়েছে।
এদিকে উচ্ছেদ অভিযানের আতঙ্কে ভুগছে সিলেটের কয়েক হাজার ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় সড়ক ও জনপথের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশ্ররাফ আহমেদ রাসেল, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খসরুল আলম বাদল, সালুটিকর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলিম, মমতাছির আলী, মোঃ জুবের আহমদ।
অভিযানে সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারী সহ পুলিশের অর্ধ শতাধিক সদস্য এসময় উপস্থিত ছিলেন। এ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩ একর সড়ক ও জনপদের ভুমি।
এ ব্যাপারে কয়েক জন ব্যবসায়ী বলেন, আম্বরখানা-ভোলাগঞ্জ মহাসড়কটির উভয় পার্শ্বে কত ফুট জায়গা প্রসারিত হবে এ বিষয়টি সম্পর্কে তাদের ধারনা নেই। ওই রাস্তাটি প্রসারিত কার্যক্রমে সিলেট সিটিকর্পোরেশন, সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ৩-৪ হাজার স্থাপনার মালিক ও ব্যবসায়ীদের মধ্যে সে আতংকই কাজ করছে। সালুটিকর বাজারের মত প্রসারিত ১৭৫ ফুট এলাকায় উচ্ছেদ অভিযান এ মহাসড়কের সকল স্থানে পরিচালিত হলে হাজার হাজার মানুষ বেকার হওয়ার আশংকা করা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি