সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় বিদেশীসহ নিরীহ মানুষকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“আসুন আমরা সকল ধরনের উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াই” শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সাদা দলের সভাপতি প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো: ছানোয়ার হোসেন মিঞা, কর্মচারী পরিষদের সভাপতি শাহ্ আলম সুরুক এবং ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা। প্রধান অতিথির বক্তৃতায় ভিসি ড. আলম জঙ্গীবাদ নির্মূলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান এবং এগুলো বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি সকলকে সজাগ থাকতে হবে। মানববন্ধন শেষে ভাইস-চ্যান্সেলর কনফারেন্স রুমে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গোলাম শাহি আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
Design and developed by ওয়েব হোম বিডি